in ধর্ম ও আধ্যাত্মিক বিষয় by
সমুদ্রবিদ্যা কি নিয়ে আলোচনা করে?

1 Answer

0 votes
by
পানিবেষ্টিত বিশাল ও গভীর জলরাশিকে সমুদ্র বলে।
পৃথিবীর প্রায় ৭১ ভাগ পানি এবং ২৯ ভাগ স্থল। এই বিশাল ৭১ ভাগের আবার প্রায় ৬৯ ভাগই সমুদ্র। তাই বলা যায় পৃথিবীর আয়তনের বেশিরভাগই সমুদ্র। আমরা জানি সমুদ্রে নানা প্রাণি বিশেষ করে মাছের পৃথিবী অবস্থিত। কিন্তু আধুনিক বিজ্ঞান থেকে জানা যায় সমুদ্র শুধু মাছ বা প্রাণি নয় বরং নানা উদ্ভিদ জগতেরও এক বিশাল রাজ্য। তবে স্থলভাগের বৃক্ষের মত উদ্ভিদ সমুদ্রে দেখা যায়না। সামুদ্রিক উদ্ভিদ গুলো শৈবালের মত এক কোষী থেকে শায়িত ও শাখান্বিত বিশাল শেওলা জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদ গুলো স্থল ভাগের উদ্ভিদের মত ফল দেয়না কিন্তু এদের দেহ থেকে খাদ্য সংগ্রহ করা যায়। এছাড়া নানা উপাদান, বস্তু, রাসায়নিক ইত্যাদি পাওয়া যায়। তাই সমুদ্র আধুনিক বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। এজন্য গড়ে উঠেছে সমুদ্রবিদ্যা।
নানা ভিক্তিতে তাই সমুদ্র বিদ্যার বিষয়বস্তু আলোচিত হয়।

সনংক্ষেপে সমুদ্র বিদ্যার বিষয় বস্তু হল স্থলভাগের জমিতে মানব জাতির খাদ্যের সংকুলান কমে যাওয়ায় মানুষের খাদ্য উৎপাদন বা খাদ্যনিরাপত্তার জন্য সমুদ্রকে কাজে লাগানো।
সমুদ্রবিদ্যার আরেকটি বিষয় হচ্ছে গ্রীণ অর্থনীতি। কলকারখানার মত দূষণ না ঘটিয়ে সমুদ্র থেকে ব্যবসায়িক বা আর্থিক ইনকামের নানা উপায় থাকায় একে গ্রীণ অর্থনীতি বলা হয়।

খাবারঃ সমুদ্র মাছ ও নানা সামুদ্রিক শৈবালের মত উদ্ভিদের ভান্ডার। মাছ মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করে। মাছ ছাড়াও মৎসজাত প্রাণী যেমন অক্টপাস, ঝিনুক, কাকড়া ইত্যাদি খাদ্য সংগ্রহ করার জন্য সমুদ্র একমাত্র স্থান। জাপানের খাদ্যের অর্ধেক আসে সমুদ্র থেকে। বিভিন্ন শৈবাল বা শেওলা শাক সবজির মত খাওয়া যায়। স্পুরুলিনা নামক শৈবাল যা আমরা সুপারফুড হিসাবে জানি তা সমুদ্র থেকেই পাওয়া যায়।
খনিজঃ সমুদ্রের পানিতে আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সহ নানা খনিজ থাকে। ডায়াটম জাতীয় শৈবালের মৃতদেহ সমুদ্রের নিচে জমে ডায়াটোমাইট নামক মুল্যবান মৃত্তিকা তৈরি করে। দেহে হাড় ভাঙলে যে প্লাস্টার অফ প্যারিস করা হয় তা এই উপাদান থেকে পাওয়া যায়। তাই এমন মূল্যবান উপাদানের বিশাল উৎস সমুদ্র। এসব বিষয় সমুদ্র বিদ্যার অন্তর্ভুক্ত।
শক্তিঃ তেল, গ্যাসের মত শক্তি উৎপাদক উপাদানের ভান্ডার হল সমুদ্র। তাই সমুদ্র বিদ্যার প্রধান বিষয়ে পরিণত হয়েছে এটি।

ঔষধঃ আপনি জানেনকি হেমোপ্যাথি ঔষধের ৮০% সামুদ্রিক শৈবালের উপাদান। আধুনা আধুনিক ঔষধের নানা কাচামাল সংগ্রহ করা হয় সমুদ্রের সী-উইড থেকে।

সমুদ্রের বিভিন্ন স্থানে দ্বীপ সৃষ্টি হয় তাই এটিও প্রধান বিষয়ে পরিণত হয়েছে।
এছাড়া বৈদেশিক আমদানি রপ্তানির পরিবহন খাত সমুদ্র নির্ভর।

আরও নানা বিষয় উদ্ভাবণের জন্য সমুদ্রবিদ্যা সৃষ্টি হয়েছে যাতে মানব জাতির সর্বাধিক কল্যাণে সমুদ্রকে কাজে লাগানো যায় কারণ স্থল সীমিত সমুদ্র কিছুটা বিশাল।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...