বর্তমান সময়ে টাকা এমন এক জিনিস যার জন্য দুনিয়া ছুটে চলেছে। টাকা এমন এক অর্থ যে টাকা থাকলে প্রায় সবকিছু পাওয়া যায়।
ক্ষমতা, সম্পদ, দম্ভ, মান মর্যাদা ইত্যাদি টাকায় পাওয়া যায়।
তাই টাকা রোজগার করতে মানুষ ন্যায় অন্যায় বিচিত্র সব কাজ করে চলেছে। টাকার জন্যই অপরাধ, বিভিন্ন অন্যায় চক্র গড়ে ওঠে। যত বেশি জটিল ঘটনা তত বড় ক্ষমতা ও টাকার ধান্ডা। তাই এসকল কর্মকাণ্ডকে টাকার খেলা বলা হয়।