টাইটান অরাম (Titan arum) ফুলের গন্ধ মরা পচাঁ প্রাণীর মত বিশ্রী দুর্গন্ধযুক্ত।
কিন্তু এই টাইটান ফুলটি আবার অনেক বড়। স্বাভাবিক যেকোন ফুলের তুলনায় এটি অনেক বড়। এমনকি কোন কোনটি মানুষের অর্ধেক উচ্চতারও বেশি হয়।
আর দেখতেও নেহাত মন্দ নয়। শুধু সুগন্ধি না হয়ে দুর্গন্ধ।