লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে O2 এবং সামান্য CO2 পরিবহন করে । ii. রক্তের সান্দ্রতা রক্ষা করে । iii.হিমোগ্লোবিন ও অন্যান্য আন্তঃকোষীয় বস্তু বাফাররূপে রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে । iv.রক্তে বিলিরুবিন উৎপাদন করে । v.প্লাজমা ঝিল্লীতে এন্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্তের গ্রুপিংয়ের জন্য দায়ী ।