in বিজ্ঞান ও প্রযুক্তি by
এলুমিনিয়াম ফয়েল পেপার বলতে কি বোঝায়?

1 Answer

0 votes
by
এলুমিনিয়াম ধাতুর খুব পাতলা প্লেটকে ফয়েল বলে।

আসলে এলুমিনিয়াম কে গলিয়ে তরল করে খুব পাতলা সাধারণত কাগজের চেয়ে পাতলা অস্তরণ করে কাগছে পরিণত করা হয়। এরপর এর গায়ে পিলিথিন জাতিয় ও রঞ্জক সমৃদ্ধ এক প্রকার খুবই সুক্ষ ডিজাইনযুক্ত প্রলেপ দেওয়া হয়। একে ফয়েল পেপার বলে।
ফয়েল পেপার আদ্র বস্তুকে সংরক্ষণ করতে ব্যবহার হয়। এছাড়া বিভিন্ন দ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহার হয়। র‍্যাপিং পেপারও এক প্রকার ফয়েল পেপার। সিগারেটের প্যাকেটের ভেতরের কাগজে এক দিকে যে চকচকে কাগজ থাকে তাও এলুমিনিয়াম ফয়েল।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...