নাইট্রোজেন ঘটিত বর্জপদার্থকে আমাদের যকৃত ইউরিয়াতে রুপান্তর করে রক্তের মাধ্যমে কিডনিতে পাঠায়। কিডনী নেফ্রন দ্বারা রক্তকে ছেকে ইউরিয়াকে পৃথক করে মূত্র হিসাবে মূত্রথলিতে পাঠায়। পরে মূত্র হিসাবে বের হয়ে যায়।
এমসিকিউএর জন্য স্পষ্ট উত্তরের ক্ষেত্রে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে আর ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় কিডনি।
অনেক সাইট বা নিউজ সাইটের লেখা পড়া অংশে ইউরিয়া উৎপন্ন হয় কিডনিতে দেওয়া আছে। কিন্তু এই উত্তর ভূল। বিষয়টি দেখা হয়েছে বইতে মিলিয়ে।