পরিবেশের সাথে জীব ও জড়ের আন্তক্রিয়াই হল বাস্তুসংস্থান।
একটি বাস্তুতন্ত্রে শক্তির যে প্রবাহ সেই শক্তির উৎস হচ্ছে সূর্য।
সবুজ উদ্ভিদ মাটি থেকে জড় উপাদান খনিজ লবন, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড পানি ইত্যাদি ব্যবহার করে সূর্য শক্তির সাহায্যে খাদ্য তৈরি করে সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে রুপান্তর করে। এই উদ্ভিদ দের প্রথম স্তরের খাদকরা খেয়ে শক্তি পায়। দ্বিতীয় স্তরের খাদকরা প্রথম স্তরের খাদকদের খেয়ে সেই শক্তি গ্রহণ করে। এভাবে সূর্য শক্তিই প্রবাহিত হয়। শেষে উদ্ভিদ বা খাদক মারা গেলে তাদের দেহের উপাদান গুলো আবার মাটিতে ফিরে যায় যা পুনরায় উদ্ভিদ গ্রহণ করে সূর্য শক্তির সাহায্যে খাদ্য তৈরি করে।
তাই বাস্তুসংস্থানের শক্তির উৎসও সূর্য।