যৌনশিক্ষাঃ যৌনতা হল জীবের বংশগতির সাথে জড়িত বিষয় যা দুটি ভিন্ন পুং ও স্ত্রী জীবের মিলনের ফলে সন্তান সৃষ্টি করে।
এটি একটি জৈবিক ন্যাচারাল বিষয়। এটি জীবের ইচ্ছাধীন নয়। এটি নিয়ন্ত্রন করে জীবের ক্রোমোজমে অবস্থিত জিন বা ডিএনএ।
কিন্তু মানুষ হচ্ছে জ্ঞানী। সে কৃত্রিম চিন্তা দ্বারা চলতে পারে।
তাই নিছক সন্তান জন্মদান ছাড়াও জৈবিক চাহিদা পূরনের জন্য মানুষ যৌন সঙ্গমে লিপ্ত হয়।
কিন্তু এই যৌনতা শুধুই এইটুকু নয়। এর সাথে জড়িয়ে আছে বিভিন্ন বয়সে মানুষের দেহের পরিবর্তন। ভাল মন্দ বিষয়। রোগ বা অসুস্থতা ত্রুটির বিষয়, নৈতিক অনৈতিক বিষয় ইত্যাদি।
তাই মানুষকে সুস্থ্য সুন্দর জীবনের জন্য যৌনতা বিষয়ে জানা জরুরি। একজন মা সন্তান জন্ম দিতে যেয়ে মারা গেলে মুর্খরাই সাধারণ ভাবে। কিন্ত জ্ঞানীরা জানেন এর সাথে যৌনতা, পরিপক্কতা, সময়, দৈহিক গঠন, যৌন রোগ, জীবানু ইত্যাদি জড়িত।
আর এই সকল বিষয়ে বৈজ্ঞানিক জ্ঞানকে যৌনশিক্ষা বলা হয়।
সুস্থ্য জীবন ধারনের জন্য যৌনশিক্ষা আবশ্যক।