ভেক্টর রাশিঃ যেসকল রাশির মান ও দিক আছে অথবা দুটি মান বিদ্যমান তাদেরকে ভেক্টর রাশি বলে।
যেমন যেমন বেগ। ধরি আপনি ৫ মিনিটে পশ্চিম দিকে এক কিলোমিটার দৌড়ে গেলেন। তাহলে সময় আপনার যাওয়র পরিমান ১ কিলোমিটারের সাথে সময় ৫ মিনিট জড়িত। ৫ মিনিট সময় না হলে আপনি ১ কিলোমিটার যেতে পারতেন না। এরুপ দুটি মান একে অপরের সাথে যুক্ত রাশিকে ভেক্টর রাশি বলে।