জর্ডান নদীতে মাছ হয়না। এই জর্ডান নদীতে লবনের মাত্রা এতই বেশি যে কোন প্রাণি বেচে থাকতে পারেনা। তাই মাছও বাচেনা বলে হয়না, সেখানে মাছ নাই। তাই জর্ডান নদীতে ইংরেজিতে ডেড সীও বলা হয়ে থাকে।
জর্ডান নদীর পানি এতই লবণাক্ততার জন্য এতটাই আপেক্ষিক গুরুত্ব বেশি যে মানুষের দেহের তুলনায়ও তা বেশি। তাই এই নদীর পানিতে মানুষ নামলে ডুবে যায়না। ভেসে থাকে।