সুচিন্তিত পরিবার পরিকল্পনা করে সুখী দাম্পত্য জীবন নির্বাহ ও জৈবিক চাহিদা পূরনের জন্য কনডোম একটি অতি প্রয়োজনীয় জিনিস।
জন্মনিয়ন্ত্রণের জন্য পুরুষের ব্যবহার যোগ্য পদ্ধতি এটি।
অধিকাংশ ক্ষেত্রে কনডোমের কোন পার্শপ্রতিক্রিয়া হয়না।
তবুও মানুষ ভেদে কারও কারও একটু সমস্যা হতে পারে।
প্রথমত নতুন নতুন কনডোম অস্বস্তি লাগে।
আর একারণে সামান্য প্রদাহ দেখা দিতে পারে। কিন্তু তা স্থায়ী নয়।
আবার অনেকের এলার্জি সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এই সংখ্যা হাজারে একজন বা কোন ক্ষেত্রে আরও কম।
কনডোম ব্যবহারে সতর্কতাঃ সঠিক নিয়মে কনডোম পরিধান করতে হবে। কনডোমের ভেতর বিশেষ করে মাথায় যেন বাতাস না যায় সেদিকে খেয়াল করে পরতে হবে। কনডোমের গায়ে যেন বাইরের কোন ময়লা না লাগে সেদিকে নজর রাখতে হবে। কোন রকম জালা যন্ত্রণা অনুভব করলে সাথে সাথে বাদ দিতে হবে। মাথার দিকে কিছুটা এক্সট্রা রাখা ভালো যাতে টাইট না হয়ে যায়।