যে বিদ্যুৎ উৎপাদক কোষে তরল পদার্থের পরিবর্তে ঘন আঠালো পেস্ট ব্যবহার করা হয় ফলে ভেতর থেকে কিছু বেরিয়ে আসার সম্ভাবনা থাকেনা তাকে শুষ্ক কোষ বলে।
যেমন ড্রাইসেল।
একটি জিংকের কৌটার মধ্যে কাঠকয়লার সাথে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মিশিয়ে সামান্য পানি দিয়ে মেশালে কয়লার গুড়া সানান্য পানি শোষন করে নেয় ফলে সামগ্রিক ভাবে শুষ্ক থাকে। এবার এমোনিয়াম ক্লোরাইড এর গুড়ার সাথে সামান্য পানি মিশিয়ে ঘন আঠালো পেস্ট তৈরি করে জিংকের কৌটার ভেতরের গাত্র ও কাঠ কয়লার চারপাশে ভরাট করে কাঠ কয়লার মাঝখানে একটি কার্বন দন্ড প্রবেশ করিয়ে বিদ্যুৎ উৎপাদক কোষ তৈরি করা হয়। এতে গড়িয়ে পড়ার মত কোন তরল না থাকায় যেভাবে খুশি ব্যবহার করা যায় ফলে কিছু বেরিয়ে পড়ার সম্ভাবনা থাকেনা বলে একে ড্রাইসেল বলে।