যে দর্পণে আলো আপতিত হলে একই কোনে নিয়মিত প্রফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে।
সমতল দর্পণের সুবিধাঃ
১। আলো আপাতন কোনের সমান কোনে প্রতিফলিত হয়।
২। আলো সুষমভাবে প্রতিফলিত হয়।
৩। প্রতিবিম্ব বা চেহারার বিকৃতি ঘটেনা, অর্থাৎ দর্শকের প্রকৃত চেহারার মতই দর্পনে একই চেহারা দেখা যায়।
৪। সমান্তরাল আলোক রশ্মিকে একই দশায় অন্য স্থানে প্রতিফলিত করে পাঠানো যায়।
৫। প্রতিফলনের পর শোষণ ব্যতিত আলোক অপচয় কম হয়।
৬। পাহাড়ি রাস্তা বা বাকা পথে সামনের বস্তু দেখতে সুবিধা হয়।