in বিজ্ঞান ও প্রযুক্তি by
নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি ?

1 Answer

0 votes
by
নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিয়াসের বিভিন্ন উপাদান গুলোকে সাইটোপ্লাজমের সাথে মিশে যেতে বাধা দেয়। নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে। কোষ তথা সাইটোপ্লাজম থেকে শুধুমাত্র প্রয়োজনীয় উপাদান গুলোকে নিউক্লিয়াসের ভেতর প্রবেশ করতে দেয়। বিভিন্ন বস্তু, আয়ন, পানি ইত্যাদি যাতায়াত নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের আকৃতি বিজায় রাখতে সাহায্য করা ইত্যাদি প্রধান কাজ।
মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...