রোগঃ রোগ হচ্ছে সংক্রামক ব্যাধি যা বার বার হয় ও কষ্ট দেয়। যে মানুষ বার বার প্রেমে পড়ে, কষ্ট পেলেও প্রেমে পড়ে তাকে প্রেম রোগী বলা যায়। আর এই প্রেম এমন এক বিষয় যা সবার জীবনে আসে, সবাই প্রেমে পড়ে। কেউ কম কেউ বেশি। কেউ বারে বারে। তাই এই সংক্রামক প্রেমকে প্রেম রোগ বলা হয়।