মরিচা কী? মরিচা
প্রতিরোধে কী কী পদক্ষেপ
গ্রহণ করা উচিত?
সাধারণত আর্দ্র বাতাসে
লোহার জিনিস বাইরে পড়ে
থাকলে,জলীয় বাস্পের
সাথে লোহার বিক্রিয়ায়
এর ওপর বাদামী বর্ণের এক
প্রকার প্রলেপ পড়ে। এ
প্রলেপই মরিচা নামে
খ্যাত। সাধারণত ধাতুর
উপরিতলে রঙ বা গ্রিজ
দিয়ে, মেশিনের ঘৃর্ণনশীল
অংশে তেল বা গ্রিজ দিয়ে
মরিচা রোধ করা যায়।
লোহাকে গলিত দস্তায়
ডুবিয়ে লোহার উপর দস্তার
পাতলা প্রলেপ দেয়া হয়।
এতে লোহার ওপর মরিচা
পড়তে পারে না। এভাবে
কোনো ধাতুর ওপর দস্তার
প্রলেপ দেয়াকে
গ্যালভানাইজিং বলে।
এছাড়া ইলেকট্রপ্লেটিং
পদ্ধতিতেও মরিচা
প্রতিরোধ করা যায়।
আমাদের ঘরের কাজের
জিনিসপত্রের বেশিভাগই
মেটালের তৈরি। কিন্তু
মেটালের তৈরি
জিনিসপত্রের একটিই সমস্যা
সঠিকভাবে যত্ন করে না
রাখলে খুব সহজেই এতে
মরিচা পড়ে যায়। আর
মরিচা পড়ে গেলে তা আর
ব্যবহার করা যায় না। ফলে
জিনিসটি ফেলে রেখে
দিতে হয় যা পড়ে নষ্টই হতে
থাকে। তাই অনেকে
মেটালের জিনিসপত্র
ব্যবহার করা ছেড়েই
দিয়েছেন বলতে গেলে।
কিন্তু জিনিসপত্র ব্যবহার
বাদ না দিয়ে যদি মরিচা
পড়েই যায় তাহলে খুব সহজে
মরিচা দূর করে নেয়ার
উপায়ও রয়েছে। ঘরে বসেই
খুব সহজেই জিনিসপত্র থেকে
মরিচার যন্ত্রণা দূর করে
দিতে পারেন।