উদ্ভিদদেহে বিদ্যমান যেসব
টিস্যু নালিকা বা বান্ডল
রূপে অবস্থান করে পানি,
খনিজ লবণ ও খাদ্য পরিবহনে
নিয়োজিত থাকে তাদের
ভাস্কুলার বান্ডল বা
পরিবহন টিস্যু গুচ্ছ বলে।
উদ্ভিদের জাইলেম টিস্যু মূল
হতে কাণ্ড, পাতা ও অন্যান্য
সবুজ অংশে পানি ও খনিজ
লবণ পরিবহন করে এবং
ফ্লোয়েম টিস্যু পাতায়
প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য উদ্ভিদ
দেহের অন্যান্য সজীব
অংশে পরিবহন করে। এজন্য
জাইলেম ও ফ্লোয়েম
টিস্যুকে ভাস্কুলার বান্ডল
বা পরিবহন টিস্যুগুচ্ছ বলা
হয়। সাধারণত কান্ডে
বিদ্যমান জাইলেম ও
ফ্লোয়েম টিস্যু একই
ব্যাসার্ধে থেকে বান্ডল
গঠন করে কিন্তু মূলে এরা
পৃথক ব্যাসার্ধে থেকে
বান্ডল গঠন করে।