in পদার্থবিজ্ঞান by
বল কাকে বলে?

2 Answers

0 votes
by
বল প্রয়োগে কোন বস্তুর
জড়তার পরিবর্তন হয় বা
হওয়ার প্রবণতা তৈরি হয়।
বল সর্বদা জোড়ায় জোড়ায়
ক্রিয়া করে। অর্থাৎ কোন
বস্তুর উপর বল প্রয়োগ করলে
প্রযুক্ত বলের বিপরীত দিকে
আরেকটি বল ক্রিয়া করে।
একারণে বলের ক্রিয়াকে
Interaction বা মিথস্ক্রিয়াও
বলে। যেমন যখন কোন বস্তুকে
দড়িতে বেধে টানা হয় তখন
প্রযুক্ত বলের বিপরীত দিকে
দড়িতে যে একটা বল ক্রিয়া
করে তাকে টান বল বলে।
যতক্ষণ লব্ধ বল ক্রিয়াশীল
থাকে ততক্ষণ উক্ত বস্তুতে
ত্বরণ সৃষ্টি হয়। মূলত কোন
পদার্থের ভর স্থির হলে
প্রযুক্ত বল বস্তুটির গতির
অবস্থার পরিবর্তন ঘটায় বা
ত্বরণ সৃষ্টি করে।
বল কোন বস্তুকে বিকৃত করতে
পারে বা তার ভৌত ধর্মের
পরিবর্তন করতে পারে।
বল একটি ভেক্টর রাশি।
কারণ এর মান ও দিক আছে।
0 votes
by
বল প্রয়োগে কোন বস্তুর জড়তার পরিবর্তন হয় বা হওয়ার প্রবণতা তৈরি হয়। বল সর্বদা জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের বিপরীত দিকে আরেকটি বল ক্রিয়া করে। একারণে বলের ক্রিয়াকে Interaction বা মিথস্ক্রিয়াও বলে। যেমন যখন কোন বস্তুকে দড়িতে বেধে টানা হয় তখন প্রযুক্ত বলের বিপরীত দিকে দড়িতে যে একটা বল ক্রিয়া করে তাকে টান বল বলে। যতক্ষণ লব্ধ বল ক্রিয়াশীল থাকে ততক্ষণ উক্ত বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। মূলত কোন পদার্থের ভর স্থির হলে প্রযুক্ত বল বস্তুটির গতির অবস্থার পরিবর্তন ঘটায় বা ত্বরণ সৃষ্টি করে। বল কোন বস্তুকে বিকৃত করতে পারে বা তার ভৌত ধর্মের পরিবর্তন করতে পারে। বল একটি ভেক্টর রাশি। কারণ এর মান ও দিক থাকে।
মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...