in পদার্থবিজ্ঞান by
বল কাকে বলে?

2 Answers

0 votes
by
বল প্রয়োগে কোন বস্তুর
জড়তার পরিবর্তন হয় বা
হওয়ার প্রবণতা তৈরি হয়।
বল সর্বদা জোড়ায় জোড়ায়
ক্রিয়া করে। অর্থাৎ কোন
বস্তুর উপর বল প্রয়োগ করলে
প্রযুক্ত বলের বিপরীত দিকে
আরেকটি বল ক্রিয়া করে।
একারণে বলের ক্রিয়াকে
Interaction বা মিথস্ক্রিয়াও
বলে। যেমন যখন কোন বস্তুকে
দড়িতে বেধে টানা হয় তখন
প্রযুক্ত বলের বিপরীত দিকে
দড়িতে যে একটা বল ক্রিয়া
করে তাকে টান বল বলে।
যতক্ষণ লব্ধ বল ক্রিয়াশীল
থাকে ততক্ষণ উক্ত বস্তুতে
ত্বরণ সৃষ্টি হয়। মূলত কোন
পদার্থের ভর স্থির হলে
প্রযুক্ত বল বস্তুটির গতির
অবস্থার পরিবর্তন ঘটায় বা
ত্বরণ সৃষ্টি করে।
বল কোন বস্তুকে বিকৃত করতে
পারে বা তার ভৌত ধর্মের
পরিবর্তন করতে পারে।
বল একটি ভেক্টর রাশি।
কারণ এর মান ও দিক আছে।
0 votes
by
বল প্রয়োগে কোন বস্তুর জড়তার পরিবর্তন হয় বা হওয়ার প্রবণতা তৈরি হয়। বল সর্বদা জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের বিপরীত দিকে আরেকটি বল ক্রিয়া করে। একারণে বলের ক্রিয়াকে Interaction বা মিথস্ক্রিয়াও বলে। যেমন যখন কোন বস্তুকে দড়িতে বেধে টানা হয় তখন প্রযুক্ত বলের বিপরীত দিকে দড়িতে যে একটা বল ক্রিয়া করে তাকে টান বল বলে। যতক্ষণ লব্ধ বল ক্রিয়াশীল থাকে ততক্ষণ উক্ত বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। মূলত কোন পদার্থের ভর স্থির হলে প্রযুক্ত বল বস্তুটির গতির অবস্থার পরিবর্তন ঘটায় বা ত্বরণ সৃষ্টি করে। বল কোন বস্তুকে বিকৃত করতে পারে বা তার ভৌত ধর্মের পরিবর্তন করতে পারে। বল একটি ভেক্টর রাশি। কারণ এর মান ও দিক থাকে।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...