in বিজ্ঞান ও প্রযুক্তি by
ওজন কী ?

Ojon kake bole ?

2 Answers

0 votes
by
পৃথিবী যে বল দ্বারা অন্যবস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করছে, বস্তুর উপর সেই আকর্ষণ বলের মানকে বস্তুর ওজন বলে।

তবে ওজন বলে অক্সিজেনের ৩ পরমাণু বিষিষ্ট অনু বা অক্সিজেন গ্যাস রয়েছে। উর্ধ আকাশে অক্সিজেনের এই বিশেষ গ্যাসের একটি স্তর রয়েছে যাকে ওজন মন্ডল বলে ।
0 votes
by
কোনো বস্তুকে পৃথিবী তার
কেন্দ্রের দিকে যে
পরিমাণ আকর্ষণ বল দ্বারা
টানে তাকে ঐ বস্তুর ওজন
বলা হয়। বস্তুর ওজন সর্বদা
বস্তুর ওপরস্থ একটি নির্দিষ্ট
বিন্দু দিয়ে খাড়া নিচের
দিকে ক্রিয়াশীল। ঐ
নির্দিষ্ট বিন্দুটিকে বস্তুর
ভারকেন্দ্র (Centre of gravity)
বলা হয়।
কোন বস্তুর ওপর অভিকর্ষীয়
ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের
মানকে ওজন বা ভার বলে।
কোন বস্তুর ভর m এবং
পৃথিবীর কোন স্থানে
অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ
স্থানে বস্তুর ওজন হবে, W= mg.
ওজন ভরের আনুপাতিক হলেও
ভর এবং ওজন মোটেও অভিন্ন
নয়। ওজনকে সাধারণত W
দ্বারা প্রকাশ করা হয়।
ওজনের একক হল বলের একক
অর্থাৎ নিউটন (N)। বস্তুর ওজন
স্প্রিং নিক্তির সাহায্যে
পরিমাপ করা হয়ে থাকে।
মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...