in বিজ্ঞান ও প্রযুক্তি by
ওজন কী ?

Ojon kake bole ?

2 Answers

0 votes
by
পৃথিবী যে বল দ্বারা অন্যবস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করছে, বস্তুর উপর সেই আকর্ষণ বলের মানকে বস্তুর ওজন বলে।

তবে ওজন বলে অক্সিজেনের ৩ পরমাণু বিষিষ্ট অনু বা অক্সিজেন গ্যাস রয়েছে। উর্ধ আকাশে অক্সিজেনের এই বিশেষ গ্যাসের একটি স্তর রয়েছে যাকে ওজন মন্ডল বলে ।
0 votes
by
কোনো বস্তুকে পৃথিবী তার
কেন্দ্রের দিকে যে
পরিমাণ আকর্ষণ বল দ্বারা
টানে তাকে ঐ বস্তুর ওজন
বলা হয়। বস্তুর ওজন সর্বদা
বস্তুর ওপরস্থ একটি নির্দিষ্ট
বিন্দু দিয়ে খাড়া নিচের
দিকে ক্রিয়াশীল। ঐ
নির্দিষ্ট বিন্দুটিকে বস্তুর
ভারকেন্দ্র (Centre of gravity)
বলা হয়।
কোন বস্তুর ওপর অভিকর্ষীয়
ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের
মানকে ওজন বা ভার বলে।
কোন বস্তুর ভর m এবং
পৃথিবীর কোন স্থানে
অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ
স্থানে বস্তুর ওজন হবে, W= mg.
ওজন ভরের আনুপাতিক হলেও
ভর এবং ওজন মোটেও অভিন্ন
নয়। ওজনকে সাধারণত W
দ্বারা প্রকাশ করা হয়।
ওজনের একক হল বলের একক
অর্থাৎ নিউটন (N)। বস্তুর ওজন
স্প্রিং নিক্তির সাহায্যে
পরিমাপ করা হয়ে থাকে।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...