1 Answer

0 votes
by

শিশুদের বর্ণমালা শেখার জন্য খুবই ভালো একটি এপস হচ্ছে বর্ণমালা শিশু শিক্ষা। এপসটিতে বিনোদনের চেয়ে শেখার পাঠ বেশি যা অন্য এপের থেকে আলাদা এবং শেখার হন্য উপযোগী। এখানে গুগল প্লে স্টোর লিংক 

বর্ণমালা এন্ড্রয়েড এপস

 

ইন্টার পড়া ছাত্রছাত্রীদের আইসিটিতে বাইনারী অংক করার জন্য গুগল প্লে এর বেস্ট এপস। math logic: number converter app . এই এপটি ডেসিমাল, বাইনারী অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা রুপান্তর শুধু মাত্র উত্তরটুকু নয় প্রতিটি ধাপ আকারে দেখায়। বইতে যেভাবে আছে বা সবাই খাতায় যেভাবে অংক করে ঠিক সেভাবে। এছাড়া যোগ বিয়োগ, গুণ ভাগ এবং কমপ্লিমেন্ট অংক করা যায়।  নিচে গুগল প্লে লিংক 

math logic: number converter binary app

 

জীবনে সবার কম বেশী চাই হল রুটিন। ছাত্রছাত্রীদের তো অবশ্যই, যারা মার্কেটিং এ চাকরি করে এবং যাদের নিয়মিত কাজের শিডিউল করতে হয় তাদের তো রুটিন ছাড়া চলেই না। শিক্ষদের জন্য রুটিন অত্যান্ত গুরুত্ব পূর্ণ। কখন কোন ক্লাস মনে রাখা কষ্টকর। কাগজও ছিড়ে যায়। মোবাইলে ছবি তুলে নিলেও কিছুদিন পর অন্য ছবির জন্য অনেক উপরে চলে যায় ফলে খুজে পাওয়ায় দুষ্কর। এখানে সিম্পল কিন্তু অত্যান্ত কার্যকরী একটি রুটিন এপ দেওয়া হল। samart routine.

এই রুটিন এপের বিশেষ বৈশিষ্ট হল মোবাইলের হোম স্ক্রিণে উইজেট সেট করলে সেখানেই অটো চলে আসে।  কখনো কখনো ফোন অপটিমাইজেশোনের  জন্য সাথে সাথে আপডেট না হলেও অন টাচ ইন্সট্যান্ট আপডেট আছে। আবার অনটাচ করে ফুল রুটিন দেখা যায়। ফলে বার বার এপ ওফেন করে দেখা লাগেনা। ঝামেলাবিহীন smart routine app

Smart Routine download from google play store

 

সবগুলো গুগল প্লেস্টোর লিংক। নো থার্ড পার্টি। 

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...