যে কোনো তাপমাত্রায় তরল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকেস্বতঃবাষ্পীভবন বলে। এটি একটা খুব ধীর পদ্ধতি। স্বতঃবাষ্পীভবন তরলের উপরিতল থেকে সংঘটিত হয়। স্বতঃবাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় হতে পারে তবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে স্বতঃবাষ্পীভবনের হার বাড়তে থাকে।
উদাহরণঃ গরমকালে নদী ও পুকুরের পানি কমে যাওয়া, ভিজা কাপড় রোদে দিলে শুকিয়ে যাওয়া ইত্যাদি স্বতঃবাষ্পীভবনের উদাহরণ।