in ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি by
আইসিটি অংকের জন্য নিন সবচেয়ে ভালো ক্যালকুলেটর এপস কোনটি?

সংখ্যা পদ্ধতি অংক ক্যালকুলেটর।

বেস কনভার্টার ক্যালকুলেটর।  বাইনারী ক্যালকুলেটর।

1 Answer

0 votes
by

আমার জানা মতে আইসিটির সংখ্যা পদ্ধতির অংক করার জন্য সবচেয়ে ভালো এপস হচ্ছে math logic এপস। এমন এপ মাত্র একটি ছাড়া আমি আর দ্বিতীয় পাইনি।

গুগল প্লে তে বাইনারি এপস লিখে সার্চ দিলে বহু এপস পাওয়া যায়। কিন্তু সব এপস মূলত একই রকম। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যেটা করতে চান সেটা সিলেক্ট করে সংখ্যা ইনপুট করতে হয়। ক্যালকুলেট করে উত্তর দেখায়। জাস্ট এইটুকু। কোন কোন এপস এ একটি বোঝানোর পেজ থাকে যে কিভাবে অংক করে।

কিন্তু ম্যাথ লজিক এপসটি ভিন্ন ধরণের। math logic binary converter app এর বৈশিষ্ট

১। বাইনারী অক্টাল, হেক্সাডেসিমাল এর জন্য আলাদা আলাদা ক্যালকুলেটর পেজ আছে।

২। সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য যা গুগল প্লের অন্য কোন এপে নাই তা হল ম্যাথ লজিক এপসটি সংখ্যাকে কনভার্ট করে উত্তর দেখায় সাথে প্রতিটি সিকোয়েন্স লাইনও দেখায়। অর্থাৎ ইন্টারের আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অংক যেমন ডেসিমালকে বাইনারি করতে ২ দিয়ে ভাগ করতে হয়। ঠিক হুবু একই রকম ভাগের প্রতিটি লাইন দেখায়। হুবু বইয়ের অংকের মত করেই সমাধান দেখায়। math logic app টি ব্যবহার করলে তার আর আইসিটি প্রাইভেট পড়া লাগবেনা সংখ্যা পদ্ধতি অংকের জন্য।  https://play.google.com/store/apps/details?id=com.mathlogic.numbersystem 

math logic ict math app

No related questions found

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...