in বিজ্ঞান বিভাগ by
সিংহ কি বড় জংগলে বাস করে?

1 Answer

0 votes
by
বনের রাজা সিংহ। এটি প্রচলিত একটি প্রবাদ। কিন্তু ভুল প্রবাদ। শুনে অবাক হবেন, বিশ্বাস করুন আর নাই করুন সিংহ কিন্তু জংগলে বসবাস করেনা। সিংহ জংগলের প্রাণী নয়। বেশিরভাগ সিংহ বাস করে আফ্রিকার সাহারার সাভানা অঞ্চলে। বুঝতে পারলেন নাতো?

সাভানা অঞ্চল হল সাধারণ ভুমি যেখানে ছড়িয়ে ছিটিয়ে অল্প স্বল্প বড় গাছ, এখানে সেখানে ছোট ঝোপঝাড় এবং এই ছোট ঝোপঝাড়ের মাঝে বড় আকারে ঘাস যুক্ত ফাকা জায়গা।
জংগল হল ঘন সবুজ গাছপালাযুক্ত স্থান। গাছের ঘনত্বের জন্য ফাকা জায়গায় থাকেনা, দুটো গাছের মধ্যে ফাকা স্থানেও ছোট গাছ, লতাগাছ ইত্যাদি ঝোপে ভরা।  আর সাভানা হল অনেকটা বিলের মত অধিকাংশ ফাকা তবে ঘাসযুক্ত আর বেশ খানিকটা দূরে দূরে ছোট ঝোপঝাড় যুক্ত কিছু গাছ। অনেকটা মানুষের কৃষি খামারের মত।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...