তীব্র গরমের কারণে জলীয় বাষ্প শীতল হতে না পারলে বৃষ্টি হয়না। এরুপ অবস্থায় জলীয়বাষ্পের উপর যদি সিলভার আয়োডাইড পাওডার ছড়িয়ে দেওয়া যায় তাহলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির সৃষ্টি করে এভাবে কৃত্রিম ভাবে বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়াকে ক্লাউড সিডিং বলে।
সাধারণত বিমান বা হেলিকপ্টার করে সিলভার আয়োডাইড গুড়া ছেটানো হয়। তবে বাতাসে যদি জলীয় বাষ্প না থাকে তবে এটি কাজ করেনা।