নামাজের ১৩ টি ফরজ কাজ রয়েছে। এর মধ্যে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ নামাজের ভেতরে ৬টি শর্ত রয়েছে একে আরকান বলা হয়।
নামাজের আরকান তাই ৬টি। যথা
১। তাকরীরে তাহরীমা বলা। অর্থাৎ, নামাযের নিয়ত করার সময় 'আল্লাহ আকবার' বলা।
২। কিয়াম করা ও অর্থাৎ, কোন অসুবিধা না থাকলে সােজা হয়ে দাঁড়ানাে।
৩। কিরআত পাঠ করা ও পবিত্র কুরআন থেকে কমপক্ষে তিনটি ছােট আয়াত অথবা একটি বড় আয়াত পাঠ করতে হবে।
৪ রুকূ করা।
৫। দু'সাজদা করা।
৬। শেষ বৈঠকে তাশাহহুদ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বিলম্ব করা।