বিশিষ্ট এই কবি জন্ম গ্রহণ করেন – ৩০ নভেম্বর, ১৯০৮ সালে কুমিল্লায় (পৈতৃক নিবাস বিক্রমপুরের মালখা নগর গ্রাম) । বুদ্ধদেব বসুর শিক্ষা জীবন – ১৯২৫ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি ১৯২৭ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে অনার্সসহ এমএ ১৯৩১ । তিনি কলকাতা রিপন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন – ১৯৩৪ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত । রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে স্বীকৃত সব্যসাচী লেখক হিসেবে বিবেচনা করা হয় – বুদ্ধদেব বসুকে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র অবস্থায় তিনি যে পত্রিকার সম্পাদনা করতেন যা আজও প্রকাশিত হয় – বাসন্তিকা পত্রিকা । বুদ্ধদেব বসুর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম – মর্মবাণী (১৯২৫ সালে প্রকাশিত হয়) । জীবনী ও সাহিত্যকর্ম্য বুদ্ধদেব বসুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে – বন্দীর বন্দনা (১৯৩০), কঙ্কাবতী (১৯৩৭), শ্রেষ্ঠ কবিতা (১৯৫৩), যে আঁধার আলোর অধিক (১৯৫৮), একদিন : চিরদিন (১৯৭১), মরচেপড়া পেরেকের গান (১৯৬৬) স্বাগত বিদায় (১৯৭১) প্রভৃতি । প্রথম প্রকাশিত উপন্যাস – সাড়া (১৯৩০ সালে প্রকাশিত হয়) । তাঁর বিখ্যাত অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে – লাল মেঘ (১৯৩৪), বাসরঘর (১৯৩৫), কালো হাওয়া (১৯৪২), তিথিডোর (১৯৪৯), নির্জন স্বাক্ষর (১৯৫১), একদা তুমি প্রিয়ে (১৯৩৪), নীলাঞ্জনের খাতা (১৯৬০), রাতভরে বৃষ্টি (১৯৬৭), পরিক্রমা (১৯৩৮), গোপাল কেন কালো (১৯৬৮), পাতাল থেকে আলাপ (১৯৬৭) । বুদ্ধদেব বসু এর জীবনী ও সাহিত্যকর্ম্য বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ ছোটগল্পের মধ্যে রয়েছে – হাওয়া বদল (১৯৪৩), প্রেম পত্র (১৯৭২), রেখাচিত্র (১৯৩১), শ্রেষ্ঠ গল্প (১৯৫৬), রজনী হল উতলা প্রভৃতি । ‘হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল, বুদ্ধদেব বসুর যে শ্রেণির রচনা – প্রবন্ধ গ্রন্থ । তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে – কাল সন্ধ্যা, সংক্রান্তি, তপস্বী ও তরঙ্গিনী, মায়া-মালঞ্চ প্রকৃতি । বুদ্ধদেব বসু সম্পাদিত সাহিত্য পত্রিকার মধ্যে রয়েছে – কবিতা, কালি-কলম, প্রগতি প্রভৃতি । ‘আমার ছেলেবেলা, আমার যৌবন, বুদ্ধদেব বসুর যে শ্রেণির রচনা – আত্মজীবনীমূলক গ্রন্থ । বুদ্ধদেব বসুর অনূদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে – কালিদাসের মেঘদূত, হেন্ডালিনের কবিতা, বোদলেয়ার, তার কবিতা, বাইনের মারিয়া বিলকের কবিতা প্রভৃতি । বুদ্ধদেব বসু এর জীবনী ও সাহিত্যকর্ম্য পেয়েছির দেশে’ ভ্রমণ কাহিনীর রচয়িতা – বুদ্ধদেব বসু (১৯৪১ সালে প্রকাশিত) । ‘দ্রৌপদীর শাড়ী, তাঁর যে শ্রেণির রচনা – কাব্যগ্রন্থ (১৯৪৮ সালে প্রকাশিত হয়) । “দুঃখ বাইরে থেকে আসে, আর মন খারাপটা নিজের মধ্যে জন্মায়” উক্তিটি বুদ্ধদেব বসুর যে উপন্যাসের – ‘তিথিডোর’ উপন্যাসের উক্তি । বুদ্ধদেব বসু যে যে সাহিত্য পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার প্রভৃতি । কল্লোল যুগের অন্যতম এই প্রধান কান্ডারীর জীবনাবসান ঘটে – ১৯৭৪ সালের ১৮ মার্চ ।