বিশেষ রবার জাতীয় পাতলা নলের মত একমুখ বন্ধ বেলনাকার থলিকে কনডম বলে। কনডম জন্ম নিয়ন্ত্রণের জন্য ছেলেরা লিঙ্গে পরে স্ত্রীসহবাস করে। এর ফলে পুং দেহ থেকে স্খলিত বীর্য স্ত্রীযোনিতে না পড়ে কনডম থলির ভেতর থেকে যায়। এতে নিষেকের সম্ভাবনা থাকেনা বলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ হয়। স্ত্রী বা পুং জননাঙ্গের জীবাণুও ছড়ায়না ফলে এইডস সহ বহু রোগের সংক্রমণ রোধ হয়।