ফরমালিন হল ফরমালডিহাইড এর ৩৭ থেকে ৪০% জলীয় দ্রবণ। ফরমালিন এর রাসায়নিক সংকেত HCHO মূলত এটি ফরমালডিহাইড। যখন পানিতে দ্রবীভূত করে ফরমালিন বানানো হয় তখন প্রতিটি অনুর সাথে দুটি পানির অনু পরিদীপ্ত হয়। তাই সেক্ষেত্রে ফরমালিন এর সংকেত হয় HCHO.2H2O
ফরমালিন একটি জীবাণুনাশক দ্রব্য হওয়ায় খাদ্য দ্রব্য বা মাছ ইত্যাদির পচন নিবারনে ফরমালিন ব্যবহার হয়। কিন্তু ফরমালিন মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই খাদ্যে ফরমালিন দেওয়া বেআইনী। শাস্তিযোগ্য অপরাধ।