in সাধারণ জিজ্ঞাসা by
প্রতিদিন কয় ওয়াক্ত সালাত নির্ধারণ করা হয়? উত্তরঃ পূর্বে শুধুমাত্র দুই ওয়াক্ত সালাত ফরয ছিল । হিজরী প্রথম বছরে আরো তিন ওয়াক্ত ফরয করা হয়- জোহর, আসর, এশা । কিন্তু সফরকালীন সালাতের কোন পরিবর্তন করা হয়নি ।

1 Answer

0 votes
by
ইসলামে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত (নামাজ) নির্ধারিত হয়েছে। এই পাঁচ ওয়াক্ত সালাত হলো:

1. **ফজর** - ভোরের সালাত
2. **যোহর** - দুপুরের সালাত
3. **আসর** - বিকালের সালাত
4. **মাগরিব** - সূর্যাস্তের পরের সালাত
5. **ইশা** - রাতের সালাত

এগুলো মুসলমানদের জন্য ফরজ বা বাধ্যতামূলক ইবাদত, যা দৈনিক পাঁচবার নির্দিষ্ট সময়ে আদায় করতে হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...