in সাধারণ জিজ্ঞাসা by
গোখরো সাপ চেনার উপায় কি?

গোখরো সাপে কামড়ালে কি করা উচিত?

পদ্ম গোখরা সাপ কাকে বলে?

1 Answer

0 votes
by
গোখরো বা পদ্ম গোখরো ইলাপিডি গোত্রের একটি বিষধর সাপ।

এদের বিষ নিউরোটকক্সিন ধরণের। মানে কামড় দিলে প্রথমেই আমাদের শরীরের স্নায়ু বা নার্ভকে নষ্ট করে দিতে থাকে।

গোখরো শব্দটি এসেছে গো মানে গরু আর খরো মানু গরুর পায়ের খুরের মত শব্দ থেকে।

সহজ ভাবে বললে এই সাপ যখন ফণা তোলে তখন ফণার পেছনে মানে পিঠের দিকে কালো সাদা বাদামী রঙ্গের একটি ডিজাইন থাকে। ডিজাইনটি দেখতে অনেকটা গরুর পায়ের ছাপের মত। তাই নাম হয়েছে গোখরো সাপ। ইংরেজিতে একে মনক্লেড কোবরা বলা হয়।
এদের আরও একটি প্রজাতি রয়েছে যাদের ফণার উপর এই ডিজাইনটি খুরের ছাপের মত না হয় ইংরেজি v বা u আকৃতি। অনেকে বলেন চশমা আকৃতি ছাপ থাকে। এদের অবশ্য ইংরেজিতে বলে স্পেক্টাক্লড কোবরা।

যাই হোক গোখরা বলতে গরুরের খুরের ছাপের মত ছাপ যুক্ত সাপ গুলোকেই বোঝায়। কিন্তু ৯৯% মানুষ এত সব জানেনা চেনেওনা। কারণ এই সাপতো আর আমরা সবসময় দেখিনা। যদি কেউ দেখে তবে পালাতে বা মারতে ব্যস্ত। এসব দেখতে চিনতে ব্যস্ত থাকেনা। তাই অতি সাধারণ ভাবে মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা ফণার উপর ছাপ থাকে বলেই এক নামে সবাই পদ্ম গোখরো বলে থাকেন। এরা নিরিহ এবং সাথে একটু রাগী সাপও বটে। রাগী অর্থ এই না যে এরা রাগে মানুষকে কামড়াতে উদ্ধত হয়। মোটেও না। রাগী অর্থ মানুষ দেখলে এরা ভয় পায় পালাতে চেষ্টা করে কিন্তু এদের বিরক্ত করলে এরা ফোস ফোস শব্দ করে ভয় দেখাতে থাকে আর নড়াচড়া বস্তুকে অনুসরণ করে থাকে।

এই সাপে কামড়ালে দ্রুত সরকারি হাসপাতালে যেতে হবে। ওঝার কাছে নয়। ওঝা কখনো বিষ মুক্ত করতে পারেনা।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...