in সাধারণ জিজ্ঞাসা by
বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করতে কি করা যায়?

1 Answer

0 votes
by
বাচ্চাকে পড়ার মনোযোগী করানো খুবই কঠিন কাজ। কত বছর বয়স তা বলেননি তাই কিছু বিষয় বলা সম্ভব হবেনা।

পড়াশোনায় মনোযোগী করতে সর্বপ্রথম দরকার সুন্দর পরিবেশ এবং তারপর পরই বাবা মাকে পড়াশোনা করার মত কাজ করতে হবে। বাচ্চারা অনুকরণ প্রিয়। বাড়ির অন্যরা, তার সাথে যারা খেলে তারা, মা যদি বাচ্চার সামনে বই পড়েন তবে বাচ্চারাও আগ্রহী হবে। বাচ্চাকে বাইরের পরিবেশে, দোকানে বা দোকানের খাবার থেকে দূরে রাখতে হবে। বাচ্চাদের দিনে অনেক বার নতুন পরিবেশে ঘোরানো বেড়ানো ঠিক হবেনা, কোন কারনে বাচ্চা কান্নাকাটি করলেও থামাতে দোকানে বা রাস্তায় বেড়াতে নিয়ে যাওয়া ঠিক নয়। এতে বাচ্চারা ওটাই অভ্যাস্ত হয়ে পড়বে ফলে কিছু হলে, ভালো না লাগলে বাইরে যাওয়ার জন্য কান্না শুরু করবে। বাচ্চাকে একটানা পড়ানোও ঠিক না, বাচ্চার খেলার ধূলার মাঝে পড়ানোর কৌশল নিতে হবে। খাবার খাওয়ার সময় যেমন অনেকে এই কাজ করেন "ঐ কাক আসছে তাড়াতাড়ি খেয়ে নাও" এসব মিথ্যা উপমা না দিয়া বরং "অ" তে অনেক মিষ্টি খাবো উপমায় পড়ানো উচিত। এভাবে নানা কৌশল নেওয়া যেতে পারে। পরিবারে অন্যদেরও পড়তে হবে যাতে বাচ্চা দেখে বোঝে এবং অনুকরণ করে পড়তে আগ্রহী হয়।

এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হল বাচ্চাদের স্ক্রিন যেমন মোবাইল টেলিভিশন ইত্যাদি থেকে দূরে রাখা। এর চেয়ে নিজেরাই কেউ বাচ্চাদের সাথে খেলা করা এবং ছড়া কবিতার ছলে বর্ণমালা নিয়ে বাচ্চাদের সাথে কথা বলা। এতে শিশু বাচ্চা দ্রুত কথা বলা শেখার সাথে বর্ণমালার সাথে পরিচিত হয়ে উঠবে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...