বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় **পাকিস্তান ব্যাংক** বা **State Bank of Pakistan** এর পরিবর্তিত রূপ হিসেবে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা দায়িত্ব পালন করে।