রক্তের মূল অংশ বা উপাদান দুটি যথা ১। রক্তরস ২। রক্ত কণিকা।
রক্তরসঃ রক্তের জলীয় তরল অংশ যা অনেকটা হলুদাভ তাকে রক্তরস বলে।
রক্ত কণিকাঃ যে কণিকাগুলো রক্তের মূল কাজগুলো করে থাকে এবং রক্তরসের সাথে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় তাকে রক্ত কণিকা বলে।
রক্ত কণিকা প্রধানত তিন প্রকার। যথাঃ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা।
লোহিত রক্তকণিকার গায়ে হিমোগ্লোবিন নামক এক প্রকার লৌহ উপাদান থাকে। হিমোগ্লোবিন এর জন্যই রক্ত লাল দেখায়।
রক্তের কাজঃ খাদ্য পরিবহন, অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইড সহ দ্রবীভূত বর্জ্য পরিবহন, এন্টিবডি হরমোন পরিবহন, রোগ প্রতিরোধ ও দেহের নিরাপত্তা বিধান করাই রক্তের কাজ।