না চুলে কলপ করার যায়েজ নেই কেননা কলপ হচ্ছে একটি রঙ যা চুলের উপর হালকা অস্তরণ সৃষ্টি করে। ফলে গোসল বা ওযুর সময় কলপ অংশে চুলে পানি পৌছায় না ফলে অপাক থেকে যায়।
তবে চুলে মেহেদি লাগানো যায়েজ আছে কারন মেহেদি কোন অস্তরণ সৃষ্টি করেনা বরং নির্যাসের একটি ছাপ পড়ে। তাই চুলে পানি পৌছাতে পারে।