বিশেষ পরিস্থিতিতে
উদ্ভিত দেহ থেকে দেহের
অঙ্গের মাধ্যমে পানি
নির্গত হয় তাকে পানি
পত্ররন্ধ্র বা হাইডাথোড
বলে। পানি-পত্ররন্ধ্র এক
বিশেষ ধরনের পানি
নির্মোচন অঙ্গ। ঘাস, কচু
টমেটো ইত্যাদি গাছের
পাতার কিনারায় প্রচন্ড
গরমের দিনে পানির
ফোঁটার সারি দেখে এ
অঙ্গের অবস্থান জানা যায়।
পানিপত্ররন্ধ্র বা
হাইডাথোড (ইংরেজি:
Hydathode) সাধারণত সপুষ্পক
উদ্ভিদের বহিঃত্বকে
প্রাপ্ত এক ধরনের ছিদ্র, যা
পাতার বহিঃত্বক বা এর
কিনারা থেকে তরল পানি
নিঃসরণ করে। পাতার একদম
প্রান্তভাগ বা প্রান্তের
সম্পূর্ণ অংশের
পানিপত্ররন্ধ্র দিয়ে পানি
নির্গত হতে পারে।
পানিপত্ররন্ধ্র পানিতে
নিমজ্জিত Ranunculus fluitans
প্রভৃতি উদ্ভিদে যেমন দেখা
যায়, তেমনি স্কটিশ ব্লুবেল
(Campanula rotundifolia) প্রভৃতি
স্থলজ বিরুৎজাতীয়
উদ্ভিদেও দেখা যায়। এই
ছিদ্রপথটি পরিবহন কলাগুচ্ছ
দিয়ে উদ্ভিদের মূল
সংবহনতন্ত্রের সাথে যুক্ত।
পানিপত্ররন্ধ্র টোপাপানা,
কচুরিপানা, গোলাপ,
ব্যালসাম ও আরো অনেক
প্রজাতির উদ্ভিদে পাওয়া
যায়।