উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ
বা ত্বক সৃষ্টি করে তাকে
এপিডারমাল বা ত্বকীয়
টিস্যুতন্ত্র বলে। উদ্ভিদের
কান্ড, শাখা-প্রশাখা,
পাতা, মূল, ফুল, ফল বীজ
প্রভৃতি অঙ্গের ত্বক এই
টিস্যুতন্ত্রের অন্তর্গত।
উদ্ভিদের বায়োবীয়
অংশের ত্বকে অবস্থিত দুটি
রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও
নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে
স্টোমাটা বা পত্ররন্ধ্র
বলে।