1 Answer

0 votes
by
গলজি বডিহলো পর্দা ঘেরা
গোলাকার বা সূচাকার
অঙ্গাণু যা নিউক্লিয়াসের
কাছে অবস্থান করে।
ইউক্যারিওটিক কোষের
সাইটোপ্লাজমে,
নিউক্লিয়াসের পাশে
অবস্থিত নলাকার কিংবা
চ্যাপ্টা থলির মতো এবং
ক্ষুদ্র ক্ষুদ্র গহবরের ন্যায়
একক পর্দা ঘেরা,
ক্ষরণকার্যে নিয়োজিত যে
সকল অঙ্গাণু থরে থরে
সজ্জিত থাকে তাকে গলজি
বডি বলে।
গলজি বডির আবিষ্কার
ইতালীয় বিজ্ঞানী
ক্যামিলো গলজি ১৮৯৮
খ্রিস্টাব্দে প্যাঁচার স্নায়ু
কোষের অসমিয়াম অক্সাইড
নামক রঞ্জক প্রয়োগ করে এই
অঙ্গাণুর বিশেষ বর্ণনা
দেন। তার নামানুসারে এই
কোষ অঙ্গাণুর নাম হয়েছে
গলগি বা গলজি বস্তু।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...