in বিজ্ঞান ও প্রযুক্তি by
চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বোঝায়?

চক্রগতির ব্যাসার্ধ কি?

2 Answers

0 votes
by
কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোন একটি বিন্দুতে এমনভাবে কেন্দ্রীভূত করা যায় যাতে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক, ঐ নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার দূরত্বকেচক্রগতির ব্যাসার্ধ (Radius of gyration) বলে।
SI পদ্ধতিতে চক্রগতির ব্যাসার্ধের একক m।
উদাহরণ :কোন অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.5m বলতে বোঝায় ঐ অক্ষ থেকে 0.5m দূরে একটি বিন্দুতে বস্তুটির সমগ্র ভর কেন্দ্রীভূত করে প্রাপ্ত জড়তার ভ্রামক হলো সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান।
0 votes
by
কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোন একটি বিন্দুতে এমনভাবে কেন্দ্রীভূত করা যায় যাতে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক, ঐ নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার দূরত্বকেচক্রগতির ব্যাসার্ধ (Radius of gyration) বলে। SI পদ্ধতিতে চক্রগতির ব্যাসার্ধের একক m। উদাহরণ :কোন অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.5m বলতে বোঝায় ঐ অক্ষ থেকে 0.5m দূরে একটি বিন্দুতে বস্তুটির সমগ্র ভর কেন্দ্রীভূত করে প্রাপ্ত জড়তার ভ্রামক হলো সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান হয়।
মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...